[english_date]।[bangla_date]।[bangla_day]

রংপুরের পীরগঞ্জে করোনার টিকা নেয়ার পর বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

রংপুরের পীরগঞ্জে করোনার টিকা নেয়ার পর বৃদ্ধের মৃত্যু

মিজানুর রহমান(মিজান)ৱংপুর।।

রংপুরের পীরগঞ্জে করোনার টিকা নেয়ার পর আলেফ উদ্দিন (৬৫) নামের একবৃদ্ধের মৃত্যু হয়েছে।মৃত্যুর পর লাশ নিয়ে কেন্দ্রে অবস্থান করছে মৃতের পরিবার।

শনিবার(৭,আগষ্ট) আজ দুপুরে রায়পুর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা.হিরম্ব কুমার রায়। তিনি বলেন,মৃত আলেফ উদ্দিন হাঁপানীসহ শ্বাসকষ্টে ভুগছিলেন।
পরিবারসুত্রে জানা যায়, বাহাদুর পুর গ্রামের দিনমজুর আলেফ উদ্দিন দুপুর ১২ টার দিকে টিকা নিয়ে বাড়ী ফিরলে ১ টার দিকে তার মৃত্যু হয়।
মৃতের ছোট ভাইয়ের স্ত্রী হাফিজা বেগম জানান,টিকা দিতেই কোন না কোন ঝামেলা হইছে সে জন্যই মারা গেছে। আর তো কেউ মরলো না। আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চেয়েছেন তার পরিবার ।

রিপোর্ট লেখা পর্যন্ত ওই
দুপুরে ঐ কেন্দ্রে দ্রর্ত উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় প্রশাসন গিয়ে নিহতের পরিবারের সাথে কথা বলেন। এবং টিকা দানে কোনো প্রকার ত্রুটি হয়েছে কিনা তা খতিয়ে দেখে তদন্তে সাপেক্ষে ব্যাবস্থা নেয়ার আশ্বস্ত করলে পরিস্থিতি শান্ত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *