[english_date]।[bangla_date]।[bangla_day]

ম‌হেশখালী‌তে মৃত ম‌হিষের মাংস বিক্রয়কা‌লে পিতা পুত্র আটক ।

নিজস্ব প্রতিবেদকঃ

 

নুরুল বশর মহেশখালী কক্সবাজার ।

 

ম‌হেশখালী উপ‌জেলার বড় ম‌হেশখালী‌তে মৃত ম‌হি‌ষের মাংস বিক্রয়কা‌লে পিতা পুত্রকে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

ঘটনা‌‌টি ঘ‌টে‌ছে ডি‌সেম্বর সকাল ১০টায় বড় ম‌হেশখালী নতুন বাজারে। এ সময় স্থানীয় চেয়ারম‌্যা‌নের সহায়তায় মৃত ম‌হি‌ষের মাংস জব্দ ক‌রে মা‌টি‌তে পু‌তে ফে‌লা হ‌য়ে‌ছে। আটককৃতরা হলেন নুর হাসেম ও তার পুত্র মনজুর আহমদ।

ম‌হি‌ষের মা‌লিক মহেশখালী উপজেলার কুতুব‌জোম নয়াপাড়া এলাকার আলী আকবর জানান, মঙ্গলবার ভোরে আমার এক‌টি ম‌হিষ মারা যায়। উক্ত ম‌হিষ‌টি মা‌টি‌তে পু‌তে ফেলার জন‌্য মে‌য়ের জামাতা আবদুল গফুর‌কে দা‌য়ি‌ত্বে দেয়। কিন্তু গফুর লো‌ভের ব‌শিভূত হ‌য়ে একই ইউ‌নিয়‌নের তা‌জিয়াকাটা এলাকার সা‌হেব মিয়ার ছে‌লে মনজুর আহমদ‌কে ২০ হাজার টাকায় মৃত ম‌হিষ‌টি বিক্রয় ক‌রে। মন্জুর আহমদ মৃত ম‌হি‌ষের মাংস নতুনবাজার খসাইখানায় স্থানীয় কসাই আনছার আায়াত উল্লাহ, শাহ আল‌মের সহায়তায় মাংশ বিক্রয় শুরু ক‌রে। ‌তি‌নি মৃত মাংস বিক্রয় করার খবর পে‌য়ে নতুন বাজার এ‌সে মৃত ম‌হিষের মাংস বিক্রয় করার ‌বিষয়‌টি বাজা‌রের লোকজন‌কে জানান।

উ‌ত্তে‌‌জিত জনতা মাংস বি‌ক্রেতা‌দের উপর ক্ষে‌পে যায়। মাংস বি‌ক্রেতা মনজুর আহমদ ও নুর হা‌সেম‌কে আটক ক‌রলেও ঘটনার সা‌থে জ‌ড়িত বেশকজন পা‌লি‌‌য়ে যায়।

ঘটনার খবর পে‌য়ে বড় ম‌হেশখালী ইউ‌নিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান এনা‌য়েত উল্লাহ বাবুলের সহায়তায় পু‌লিশ আটক দুজন‌কে গ্রেফতার ক‌রে থানায় নি‌য়ে আ‌সে ।

 

এ সময় মৃত মাংস উদ্ধার ক‌রে মা‌টি‌তে পু‌‌তে ফেলা হয়।

ম‌হেশখালী থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই জানান, মৃত ম‌হি‌ষের মাংস বিক্রয় করার সময় পিতা পুত্রকে আটক করা হ‌য়ে‌ছে। তা‌দের বিরু‌দ্ধে আইনগত ব‌্যবস্থার প্রস্তু‌তি চ‌লে‌ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *