[english_date]।[bangla_date]।[bangla_day]

মোরেলগঞ্জে ১৭ টি কেন্দ্রে ৫১ টি বুথের মাধ্যমে করোনার গনটিকা কার্যক্রম শুরু।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ মেহেদী হাসান নিয়াজ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ

 

বাগেরহাটের মোরেলগঞ্জে পৌরসভা সহ ১৬ ইউনিয়নের ১৭ টি কেন্দ্রে করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার পৌরসভার এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতিসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, কোভিট-১৯ ভ্যাকসিন সাধারণ মানুষের দ্বার প্রান্তে পৌছে দিতে ইউনিয়ন পর্যায়ে ৭ আগষ্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত ৫ দিন ভ্যাকসিন প্রদান করা হবে। প্রতিটি ইউনিয়নে ৩টি বুথের মাধ্যমে প্রতিদিন ৬শ মানুষকে টিকার আওতায় আনা হবে। প্রতিটি কেন্দ্রে ৬ জন টিকাদানকারি, ৯ জন স্বেচ্ছাসেবক কাজ করছে। ১৭ টি কেন্দ্রের ৫১ টি বুথে প্রতিদিন ১০ হাজার মানুষকে টিকা দেয়া হবে।

 

উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মী, পুলিশ, আনসার, গ্রামপুলিশ, স্বেচ্ছাসেবক, ও স্কাউট টিম সার্বিক সহোযোগিতায় থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *