নিজস্ব প্রতিবেদকঃ

এম এফ এইচ রাজু
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল এবং পিরোজপুরের সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের হস্তক্ষেপ কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে আকুতি জানান ভান্ডারিয়ার শামিম। শামীম হোসাইন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা গ্রামের আব্দুল হাই সরদার এর ছেলে। লাইভে তিনি জানান, গত ফেব্রুয়ারি মাসে দালালের মাধ্যমে দুবাই গিয়েছিলেন তিনি। সেখানে তাকে প্রায় তিন মাস দালালরা কোন কাজ না দিয়ে বদ্ধ ঘরে আটকে রাখেন এবং দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মুক্তিপন দাবি করেন।
এদিকে, দালালের মাধ্যমে দুবাই গিয়ে বিপাকে পড়েছেন ভান্ডারিয়ার শামীম ও দুবাইয়ে আটকে আছে বাংলাদেশী যুবক, জানিয়েছেন বাঁচার আকুতি এই শিরোনামে একাধিক সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের। তিনি তাত্ক্ষণিক দুবাইয়ে আটকে থাকা যুবক শামীম হোসাইন ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন বলে আস্বস্ত করেন।
০১ মে শামিম ফেসবুক লাইভে এসে জানান, দুবাইয়ে প্রতারক দালাচক্রের খপ্পর থেকে তিনি পুরোপুরি মুক্তিলাভ করেছেন, আগামী ৭ দিনের মধ্যে তিনি বাংলাদেশে আসবেন। মিরাজুল ইসলামের তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়ায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন শামীমের পরিবার।
Leave a Reply