নিজস্ব প্রতিবেদকঃ

বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩ টায় মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ও এএসআই জিয়ায়ুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া চা বাগানের নাচ ঘরের সামনে থেকে সুজন রায়কে ৩১ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করে।
সুজন কিশোরগঞ্জ জেলার মিঠামন উপজেলার গুরদীঘী তেলিহাটি গ্রামের কাজল রায়ের ছেলে কিশোরগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের নগুয়া এলাকায় ভাড়া বাসায় থাকে।
ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply