[english_date]।[bangla_date]।[bangla_day]

মাধবপুরের শীতার্তদের দ্বারে দ্বারে ইউএনও এসিল্যান্ড

নিজস্ব প্রতিবেদকঃ

স্টাপ রিপোর্টার।। শীতার্তদের দ্বারে দ্বারে কম্বল নিয়ে ঘুরছেন হবিগঞ্জ জেলার মাধবপুরের শীর্ষ পর্যায়ের দুই মহিলা কর্মকর্তা ইউএনও ,এসিল্যান্ড। প্রত্যান্ত অঞ্চলের প্রতিটি পাড়া মহল্লার পাশাপাশি ঘুরে ঘুরে কম্বল বিতরন করছেন ।

বেদে পল্লী, মাদ্রাসার শিক্ষার্থীসহ মাঠে কাজ কর্মরত শ্রমিকদের কাছে। সরাসরি কম্বল নিয়ে হাজির হওয়ায় দুস্থ শীতার্তরা প্রচন্ড শীত থেকে নিজেকে রক্ষার অবলম্বন খুজে পেয়েছে।

জানা যায়, গত ৪দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান ও সহকারী কমিশনার (ভূমি) মোছা. আয়েশা আক্তার মাধবপুর উপজেলার প্রত্যান্ত অঞ্চলগুলোতে ঘুরে ঘুরে কম্বল বিতরন করেছেন সহস্রাধিক।

প্রশাসনের পাশাপাশি সমাজের স্বাবলম্বীদের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান বলেন, উপজেলায় বরাদ্দ পাওয়া কম্বলগুলোর প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে নির্দিষ্ট সংখ্যক হস্তান্তর করে বাদ পড়া ছিন্নমূল মানুষদের খুঁজে খুঁজে সরাসরি কম্বল হাতে পৌছে দেওয়ার ব্যবস্থা করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *