[english_date]।[bangla_date]।[bangla_day]

মাগুরায় ২২ জাতীয় ক্রীড়া ব্যক্তিত্বকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদকঃ

মাগুরায় ২২ জাতীয় ক্রীড়া ব্যক্তিত্বকে সংবর্ধনা

মাগুরা জেলা থেকে বিভিন্ন সময়ে ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ জাতীয় দলে অংশগ্রহণকারী ২২জন কৃতি খেলোয়াড়কে ভালো কাজের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার (২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ চাঁদের হাটে সম্বর্ধনা অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত থেকে প্রধান অতিথি ছিলেন মাগুরার কৃতি সন্তান বিশ্ব বরেণ্য ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান এমপি। অনুষ্ঠান থেকে বিভিন্ন সময় বাংলাদেশ জাতীয় দলে অংশগ্রহণকারী ফুটবল, ক্রিকেট, তাইকান্ডু, জুডো, শুটিংসহ বিভিন্ন খেলায় জাতীয় ভাবে কৃতিত্ব অর্জনকরে মাগুরার মুখ উজ্জ্বল করায় ২২ জন খেলোয়াড়কে ভালো কাজের নাগরিক অনুশীলনের স্বীকৃতি হিসেবে ফুলের তোড়া, মেডেল ও শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়। উল্লেখ্য মাগুরা জেলায় বিভিন্ন ভালো কাজে স্বীকৃতি হিসেবে নিয়মিতভাবে জেলা প্রশাসন কর্তৃক লিখিত স্বীকৃতি পত্র ও শুভেচ্ছা স্মারক বিতরণ করে আসছে। মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, যেখানে গুণের কদর নেই সেখানে গুনির জন্ম হয় না। এই আপ্তবাক্যকে শিরোধার্য করে সহমর্মিতা ও সহানুভূতির মানবিক সমাজ বিনির্মাণের অংশ হিসেবে নাগরিকদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতামুলক মনোভাব তৈরি করতে তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন। গত দেড় বছরে বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি হিসেবে জেলার দুই শতাধিক মানুষকে স্বীকৃতি দিয়েছে মাগুরা জেলা প্রশাসন। ইতিমধ্যে তিনি এ উদ্যোগের সফলতাও পেয়েছেন। মাগুরা এক আসনের সংসদ সদস্য বিশ্ব বরেণ্য ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান অনলাইন মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, মাগুরা জেলা ক্রীড়া শিক্ষা ও সংস্কৃতি সহ ওই জন্য ক্ষেত্রে ঈর্ষণীয় অবস্থান তৈরি করেছে। এই অবস্থানকে আরো এগিয়ে নিতে ভালো কাজের স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ কর্মসূচির সাফল্য ও সারাদেশে এমন কর্মসূচি ছড়িয়ে দেয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *