[english_date]।[bangla_date]।[bangla_day]

মহম্মদপুরে পুত্রেৱ ধাক্কায় পিতা নিহত ! আটক ২

নিজস্ব প্রতিবেদকঃ

মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা মাঝিপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে ছেলের দেয়া ধাক্কায় পড়ে গিয়ে মনোরঞ্জন বিশ্বাস(৭৩) নামে একজন জন্ম অন্ধ দৃষ্টি প্রতিবন্ধি নিহত হয়েছে।এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিন।
পুলিশ জানায়, নাতিকে মোবাইল কিনে দেয়া নিয়ে ছেলের সাথে কথা কাটাকাটির এক পযর্যায়ে ছেলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।পড়ে গিয়ে সে অচেতন হয়ে পড়ে। প্রথমে তাকে নহাটা স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং পরে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার(শালিখা সার্কেল) জনাব মোঃ হাফিজুর রহমান।তিনি সাংবাদিকদের বলেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি,লাশের সুরতহাল করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে।এসময় ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই পুলিশ পরিদর্শন করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *