[english_date]।[bangla_date]।[bangla_day]

ভারত থেকে নেপালের রাষ্ট্রদূত শ্রী নীলাম্বর আচার্য কে ফিরতে নির্দেশ, অবনতি হতে পারে ভারতের সাথে নেপালের কূটনৈতিক সম্পর্ক।।

নিজস্ব প্রতিবেদকঃ

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

সম্প্রতি নেপালের দৈববা সরকার নেপালের সাথে চীনের সম্পর্ক উন্নত হওয়ার কারণে চীনের মন রাখতে ভারত থেকে নেপালের রাষ্ট্রদূত কে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। অদূর ভবিষ্যতে নেপালের সাথে ভারতের সম্পর্কে কি রূপ নিতে চলেছে তা বলা খুব মুশকিল। কারণ নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শরমা অলির আমাল থেকে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক খারাপ হতে থাকে। এবং নেপাল ক্রমে বেজিং এর সাথে সম্পর্ক বাড়াতে থাকে। সাবেক প্রধানমন্ত্রী কে পি শরমা অলির আমাল থেকে নিযুক্ত ছিল ভারতের নেপালের রাষ্ট্রদূত হিসেবে শ্রী নীলাম্বর আচার্য। আজ দিল্লি থেকে কাটমন্ডু র উদ্দেশ্যে যাত্রা শুরু করেন নেপালের রাষ্ট্রদূত। তবে নেপালের মোট, ৩৩, টি, দেশের রাষ্ট্রদূতের মধ্যে মোট, ২৩,টি, দেশের রাষ্ট্রদূত কে দেশে ফিরে আসতে বলেছেন দেউবা সরকারের আইন ও বিচার মন্ত্রী শ্রী জ্ঞানেন্দ্র বাহাদুর কারকি। সেই সঙ্গে বেজিং ও লন্ডন এবং ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন নেপালের শ্রী মহেন্দ্র বাহাদুর পান্ডে, শ্রী যুবরাজ সিং খাতিওয়াড়া, এবং শ্রী লোকদশন রেগানি।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *