[english_date]।[bangla_date]।[bangla_day]

ভারতের দিল্লিতে কৃষক আন্দোলনের জেরে অবরুদ্ধ জাতীয় সড়ক।

নিজস্ব প্রতিবেদকঃ

কোলকাতা থেকে মনোয়ার ইমাম।

ভারতের দিল্লিতে কৃষক আন্দোলনের জেরে অবরূদ্ধ জাতীয় সড়ক, কৃষকদের সাথে আলোচনা করতে বলেন সুপ্রিম কোর্ট।। ভারতের কৃষক বিরোধী বিলের প্রতিবাদে বেশ কিছু দিন ধরে দিল্লির জাতীয় সড়ক অবরূদ্ধ করে রেখেছে আন্দোলনরত কৃষক ও শ্রমিক। যার ফলে জাতীয় সড়ক দিয়ে কোন পরিবহন ও যানবাহন চলাচল বন্ধ হয়ে আছে। আজ দিল্লির সুপ্রিম কোর্টে আসার পথে অবরূদ্ধ জাতীয় সড়কে আটকে পড়ে সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি বিষটি নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের কাছে দাবি করেন যে এই ভাবে যদি দিনের পর দিন যদি অবরূদ্ধ করে রাখে তাহলে সাধারণত কোনো কাজ করতে পারবেন না। এর ফলে সাধারণ মানুষের দুরভিসন্ধি বৃদ্ধি পাবে। আজ সুপ্রিম কোর্টের বিচারক সরকার পক্ষের আইনজীবী শ্রী সুরেশ মেহতা কে বলেন যে, কেন্দ্রীয় সরকার যেন অবিলম্বে ভারতের কৃষক নেতৃত্বের সাথে কথা বলেন। এবং দিল্লির জাতীয় সড়ক শান্তির মধ্যে অবরোধ তুলে নেন সেই ব্যাবস্থা করেন। আজ রাজস্থান ও হরিয়ানার কারনাল ও শনিপথ এবং আলওয়ারে কৃষক বিরোধী আন্দোলনের উপর হরিয়ানা পুলিশ লাঠিচার্জ করে। তাতে বহু কৃষক আহত হয়েছেন। ভারতের কৃষক বিরোধী বিল প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন ধরে দিল্লির উপকন্ঠে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পাঞ্জাব ও রাজস্থান ও হরিয়ানা মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশের কৃষক ও শ্রমিকরা তাদের আন্দোলন কে সমর্থন করেন ভারতের জাতীয় কংগ্রেস সহ বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলের সদস্যরা।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *