[english_date]।[bangla_date]।[bangla_day]

বেনাপোল সীমান্তে গাজা ও ফেনসিডিল সহ আটক-২

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর) প্রতিনিধিঃযশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযান ৬ কেজি গাঁজা ও ৮৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার সকালে বেনাপোল সীমান্তের ধান্যখোলা মাঠের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় এ ফেনসিডিল উদ্ধার ও ঘিবা থেকে ৬ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের শহিদের ছেলে আবদুল্লাহ (২৭) ও একই গ্রামের সাইফুলের ছেলে আলামিন (২২)।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পেরে, ঘিবা সীমান্তের বটতলা থেকে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অপরদিকে, ধান্যখোলা মাঠের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ধান্যখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মাদক সহ দুইজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *