[english_date]।[bangla_date]।[bangla_day]

বিলাইছড়িতে শিক্ষার মান উন্নয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক ।

নিজস্ব প্রতিবেদকঃ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি)প্রতিনিধিঃ- বিলাইছড়িতে শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক।  মঙ্গলবার (৪ নভেম্বর ) উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন এই ইউএনও।  সকালে  তিনি জান্দি মোন সরকারি  প্রাথমিক বিদ্যালয়, বল্লালছড়া  সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাংখোয়া পাড়া  সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

 পরে উপজেলা নির্বাহী অফিসার অফিস পরিদর্শন পূর্বক উপজেলার প্রধান শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মা ও অভিভাবক  সমাবেশে যোগ দেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়গুলোতে  শিক্ষার্থীদের পড়ার মান যাচাই করেন এবং কিভাবে শিক্ষার মান উন্নয়ন  করা  যায় তা অভিভাবক ও শিক্ষকদের নির্দেশনা দেন। আর বিদ্যালয়ে আসা- যাওয়া ও অন্যান্য সুবিধা- অসুবিধা পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রতিশ্রতি ব্যক্ত করেন । এছাড়াও বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের  নিয়মিত উপস্থিতির  কথা বলেন।

এই নির্বাহী অফিসার  সম্প্রতি পরিদর্শন করেছেন কেংড়াছড়ি, কেরনছড়ি, আবাসিক, কুতুব দিয়া, মডেল সরকারি প্রা: বিদ্যালয় সহ বেশ কয়েকটি বিদ্যালয়। এর আগেও পরিদর্শন করেছেন দুর্গম ফারুয়া ইউনিয়নে শুক্কর ছড়ি, যমুনা ছড়ি, ফারুয়া, আমকাটা ছড়াসহ ইউনিয়নে বেশ কয়েকটি বিদ্যালয়। তাঁর আকস্মিক পরিদর্শনে শিক্ষার মান উন্নয়ন হবে বলে সকলে আশাবাদী। একই সঙ্গে তিনি ভোট কেন্দ্রও পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান,  বিলাইছড়ি ইউ আর সি ইন্সট্রাক্টর মোহাম্মদ বখতেয়ার হোসেন, বিলাইছড়ি উপজেলা শিক্ষা অফিসার, নিরালা কান্তি চাকমা,শিক্ষা অফিসের  উচ্চমান সহকারী ও কাম হিসাব রক্ষক সিয়ামা পাংখোয়া, হিসাব সহকারী সসীম দাশ প্রমূখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *