[english_date]।[bangla_date]।[bangla_day]

বিলাইছড়িতে দুর্গাপূজার পূজা মন্ডপ পরিদর্শনে প্রশাসক মুহাম্মদ মামুনুল হক।

নিজস্ব প্রতিবেদকঃ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি( রাঙ্গামাটি) প্রতিনিধি- বিলাইছড়ি বাজার শ্রী শ্রী করুণাময় কালী মন্দিরে আয়োজিত শারদীয় দূর্গা পূজার পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক।

এসময় পূজা উদযাপন কমিটির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, বিলাইছড়ি জোনের প্রতিনিধি সার্জেন্ট নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাফর আহমেদ, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা যুব দলের সহ-সভাপতি ও ইউপি সদস্য ওমর ফারুক মনি প্রমূখ। পূজা উদযাপন কমিটির সভাপতি শুভাশীষ চক্রবর্তীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক কাজল কান্তি দে। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মামুনুল হক বলেন, আমরা বাংলাদেশে যারা বসবাস করি, আমাদের দেশে যে কয়টি ধর্ম আছে যে কয়টিতে যে উৎসব হয় আমরা সকলে মিলে সবগুলোতে অংশগ্রহণ করি। সম্প্রীতির এই বাংলাদেশে আমরা প্রতিটি কৃষ্টি কালচারকে সম্মাণ করি। বিলাইছড়ির মধ্যে একটি ঐতিহ্য আছে । এই বিলাইছড়ির মধ্যে হিন্দু , মুসলিম, বৌদ্ধ , খ্রিস্টান পাহাড়ি-বাঙ্গালী সবাই সকল প্রোগ্রাম একসাথে উদযাপন করে। তার নমুনা আজকে আমরা দেখতে পেয়েছি। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি আপনাদের এই সম্প্রীতি সারাজীবন থাকবে। এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কোন উপজেলায় কি হচ্ছে সেটাকে কর্ণপাত না করে গুজবে কান দিবেননা। আপনাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেটাই আপনাদের শক্তি। এখানে আপনারা পাহাড়ি-বাঙ্গালী সমস্ত ধর্মের মানুষ একতাবদ্ধভাবে আছেন, এটিই আপনাদের শক্তি । এবং আপনাদের এই শক্তি, এই অনুপ্রেরণা আমি বিশ্বাস করি আপনাদের মাধ্যমে রাঙ্গমাটিসহ পুরো পার্বত্য জেলায় এটি ছড়িয়ে যাবে। তিনি বলেন, আপনাদের এই উৎসব সকলের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। ভবিষ্যতেও আপনারা একি ধরনের করে সবাই মিলে সকল উৎসবগুলো পালন করবেন। এটা আমাদের প্রত্যাশা থাকবে। এবং আপনাদের আশ্বস্থ করতে চাই বিলাইছড়ি প্রশাসনসহ যারা আইনশৃঙ্খলা আছে, সকলে আপনাদের প্রতিটা কাজে প্রতিটা উৎসবে আমরা আপনাদের সর্বাত্বক সহযোগীতা করবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *