[english_date]।[bangla_date]।[bangla_day]

বারুইপুর, জেলা পুলিশের সেরার সেরা দুর্গা পূজা থিম জিতে নিল গড়িয়া মিতালী ক্লাব।

নিজস্ব প্রতিবেদকঃ

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।

 

এ বৎসরের দুর্গা পূজা, এসডিএল এল প্রোগ্রামের সেরা সেরা পুরস্কার অর্জন করে সেরা পারফরমেন্স জন্য পুরস্কার অর্জন করেন গড়িয়া মিতালী ক্লাব। এবং সেরা সচেতনতা বৃদ্ধি করার জন্য পুরস্কার অর্জন করে জয়নগর থানার অন্তর্গত পি এস গহেরপুর বিবেকানন্দ যুবক ক্লাব এবং সেরা সচেতনতা প্রদশর্নীতে পুরস্কার অর্জন করে সোনারপুর থানার অন্তর্গত এলাচি ক্লাবের দুর্গা পূজা। এলাচি রামচন্দ্র পুর মিলন ক্লাবের সদস্যদের হাতে সেরার সেরা পুরস্কার অর্জন তুলে ধরেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রী ভৈরব ত্রিবেদী আই পি এস এবং এডিশনাল এস পি জনাব মকসুদ হাসান ও বারুইপুরের এস ডি পি ও এবং ডি এস পি এবং বারুইপুর থানার আই সি সহ বিভিন্ন থানার আই সি এবং ওসিরা।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *