নিজস্ব প্রতিবেদকঃ

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা উত্তর আঁড়মাঝী গ্রামের মোঃ বদিয়ার মোল্লার ছেলে মোঃ নুরনবী বয়স ১৬ বছর। এই বয়সে দুরন্তপনায় মেতে থাকার কথা ছিল কিশোর নুরনবীর কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মরণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে তার শরীরে। নিম্নবিত্ত দিনমজুর বদিয়ার মোল্লা নিজের সহায় সম্বল বিক্রি করে ছেলেকে সুস্থ করার জন্য চিকিৎসা মাধ্যমে সব টাকা শেষ করেছে। এখন বদিয়ার মোল্ল্যা বিত্তবানদের কাছে ছেলের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য এবং আল্লাহর কাছে ছেলের জীবন ভিক্ষা চাচ্ছেন।
নূরনবী মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জাতীয় ক্যান্সার গবেষণা ইনষ্টিটিউট হাসপাতাল মহাখালীতে চিকিৎসাধীন অবস্থায় আছে।
আপনাদের কাছে অনুরোধ করছি যে যা পারেন সাধ্য মত সহযোগিতা করে জীবন বাঁচাতে সাহায্য করুন।
যোগাযোগ
নূরনবীর ভাই আল-আমীন
01874885796 (বিকাশ)
01874885796 (নগদ)
Leave a Reply