[english_date]।[bangla_date]।[bangla_day]

ফেনীতে লায়ন্স ক্লাবের উদ্যোগে রিকশা চালকদের মাঝে খাবার বিতরণ ।

নিজস্ব প্রতিবেদকঃ

 

 

ইউসুফ মুন্সী, ফেনী জেলা প্রতিনিধিঃ

আত্নমানবতার সেবায় আমরা লায়ন্স ডিষ্ট্রিক্ট ৩১৫বি ১ বাংলাদেশের আওতাধীন লায়ন্স ক্লাব অব ঢাকা ব্লু স্কাই এর উদ্যোগে রোববার রিকশা চালকদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এই উপলক্ষে ফেনী শহরের প্রান কেন্দ্রে অবস্থিত একটি রেষ্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উক্ত আয়োজনে প্রথমে লায়ন্স ক্লাব অব ঢাকা ব্লু স্কাই এর উদ্যোগে শ্রমজীবি রিক্সা চালক দের উক্ত মাঝে শুকনো খাওয়ার বিতরন করা হয় এবং পরে লায়ন্স ক্লাব অব ঢাকা ব্লু স্কাই এর আয়োজনে মিড দা লিডার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ডিষ্ট্রিক্ট ৩১৫ বি ১ এর আই.পি.ডি.জি দেওয়ান নাসিরুল হক পিএমজেএফ, লেডি আই.পি.ডি.জি জুলেখা বেগম জুই, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ব্লু স্কাই প্রেসিডেন্ট লায়ন কাজী আবদুর রহিম। উক্ত আয়োজনে চেয়ারম্যান ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন মীর হোসেন রাসেল।

 

এই আয়োজনে ক্লাবের সকল চাটার মেম্বারগণ উপস্থিত থেকে ক্লাবের চ্যাটার সাটিফিকেট, পিট গ্রহন করেন। সাটিফিকেট প্রদান শেষে এই সময় লায়ন্স ডিষ্ট্রিক্ট ৩১৫ বি১ বাংলাদেশের সাবেক জেলা গভনর লায়ন দেওয়ান নাসিরুল হক পিএমজেএফ বলেন উক্ত ক্লাবের লায়ন্স বৃন্দ যে কোন মানবতার সেবায় নিয়োজিত থাকিবে। আত্ন মানবতার সেবায় কাজ করে যাবে। উক্ত ক্লাবের সাফল্য কামনা করেন। এছাড়াও লায়ন ডিষ্ট্রিক্ট ৩১৫ বি২ এর সম্মানিত সাবেক গভনর, লায়ন আনোয়ার হোসেন, রিওজন ও এনভারমেন্ট চেয়ারম্যান লায়ন ওমর ফারুক ভূঁঞা বেলাল, ফেনী মুহুরী লায়ন্স ক্লাব এর প্রেসিডেন্ট নুরুল ইসলাম মজুমদার সোহাগ ও লায়ন পাথ পাল এবং ফেনীর কৃত সন্তান বাংলাদেশ ক্রিকেট বোডের ফেনী জেলার ক্রিকেট কোচ জনাব রিয়াজ উদ্দিন রবিন কে সম্মাননা প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *