[english_date]।[bangla_date]।[bangla_day]

পাক-ভারত সীমান্তে তীব্র গোলাগুলি, সমঝোতা এক্সপ্রেস বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তে দু’পক্ষের নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে। আজ (বৃহস্পতিবার) জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর রাজৌরি জেলার মেন্ধর, কৃষ্ণা ঘাঁটি সেক্টরে পাকবাহিনী গুলিবর্ষণ করলে ভারতীয় বাহিনী তার জবাব দিয়েছে।

প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেন, আজ সকাল ৬ টা নাগাদ পাকিস্তানি বাহিনী বিনাপ্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে কৃষ্ণ ঘাঁটি সেক্টরে মর্টার নিক্ষেপসহ হালকা অস্ত্রের সাহায্যে গুলিবর্ষণ করেছে। ভারতীয় সেনাবাহিনী এসময় কঠোর ও কার্যকর ভাবে পাল্টা জবাব দিয়েছে। সকাল সাতটা নাগাদ গুলিবিনিময় বন্ধ হয়।

এদিকে, কর্তৃপক্ষ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে রাজৌরি, পুঞ্চ ও সাম্বা জেলায় নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।

গতকাল বুধবারও পাকিস্তানি বাহিনী ভারতীয় এলাকা টার্গেট করে গুলিবর্ষণ করে। আন্তর্জাতিক সীমান্তের আর এস পুরা সেক্টরে উচ্চসতর্কতা জারি করা হয়েছে। লোকজনকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।

স্থানীয় মানুষজন গুলিবর্ষণ ও উত্তেজনার ফলে নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিচ্ছেন। সীমান্ত এলাকা থেকে চলে আসা লোকজনদের আশ্রয় দেয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা করা হচ্ছে যাতে তাদের কোনো অসুবিধা না হয়।

এদিকে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে দু’দেশের মধ্যে চলা সমঝোতা এক্সপ্রেস ট্রেন পরিসেবা স্থগিত করেছে পাকিস্তান। আজ (বৃহস্পতিবার) রেল কর্মকর্তাদের উদ্ধৃত করে ‘ডন নিউজ টিভি’ পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে সমঝোতা এক্সপ্রেস রেল পরিসেবা স্থগিত থাকার কথা জানায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *