নিজস্ব প্রতিবেদকঃ

চাইথোয়াইমং মারমা রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ
রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলা ১০ ইং অক্টোবর ২০২১ সকাল ১০ টায় উপজেলা নিবার্হি নিজ কাযার্লয়ে রাজস্থলী প্রেস ক্লাবের সকল কর্মরত উপস্থিতে নবাগত ইউএনও কে রাজস্থলী প্রেস ক্লাব পক্ষ হতে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পূর্বে দীর্ঘ ৩ বছর ধরে শেখ সাদেক তিনি রাজস্থলী উপজেলা দ ক্ষ সুনামের ইউএনও হিসাবে কর্মরত ছিলেন। তিনি গত ৩ তারিখে বান্দরাবন জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক নতুন পদোন্নতি পেয়ে যোগদান করেন। এর পর ইউএনও শেখ ছাদেক স্থলে নবাগত ইউএনও শান্তনু কুমার দাশ দায়িত্ব গ্রহণ করেন। নবাগত ইউএনও গণমাধ্যম কে বলেন, আমাকে সব সময় রাজস্থলী প্রেস ক্লাব পক্ষ হতে এলাকায় উন্নয়নের বস্ত নিষ্ঠা সংবাদ প্রকাশের সার্বিক সহযোগিতায় একান্ত প্রত্যাশায় কামনা করি। তিনি সব সময় অদূর ভবিষৎতে প্রেস ক্লাব উন্নতি কামনা করি। উপস্থিত ছিলেন সভাপতি মোঃ আজগর আলী খান সিনিয়র সহসভাপতি চাউচিং মারমা সাধারণ সম্পাদক চাইথোয়াইমং মারমা, সাংগঠনিক সম্পাদক মোঃ কাইয়ুম হোসেন মিরাজ, অর্থ সম্পাদক মোঃ আয়ুব চৌধুরী প্রমূখ।
Leave a Reply