[english_date]।[bangla_date]।[bangla_day]

ডুমুরিয়া সদরে একটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমান ৩ হাজার কেজি চিংড়ি বিনস্ট করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিনিধি খুলনা।

চিংড়িতে অপদ্রব্য পুষ করার অপরাধে খুলনার ডুমুরিয়া সদরে একটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা এবং ৩ হাজার কেজি চিংড়ি বিনস্ট করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী অফিসার ওনির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, র‌্যাব-৬ খুলনা (সদর কোম্পানি) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জেলার ডুমুরিয়া থানা এলাকায় বিভিন্ন মৎস্য আড়ৎ এর কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য(জেলি) পুশ করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গতকাল বুধবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী অফিসার এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিকির সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে।

এ সময় অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য (জেলী) পুশ করার দায়ে মৎস্য ও মৎস্য পণ্য নিয়ন্ত্রণ আইন (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) ২০২০ এর ৩৩ ধারা মোতাবেক উপজেলা সদরের কাজি সামছুর রহমান মৎস্য আড়তের মেসার্স সোনার বাংলা মৎস্য আড়ৎ এর মালিক গাজী ইসহাক(৬৮)কে ৪০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়।

এ সময় ভ্রাম্যমান উক্ত মৎস্য আড়ৎ হতে অপদ্রব্য পুশকৃত ৩ হাজার কেজি চিংড়ি জব্দ করা হয়।যার আনুমানিক বাজার মূল্যে ২৭ লাখ টাকা। পরবর্তীতে অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছগুলো বিনস্ট করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *