[english_date]।[bangla_date]।[bangla_day]

ডুমুরিয়ায় ইটবাহী ট্রাক থেকে পড়ে টিটু তরফদার নামে এক শ্রমিকের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদকঃ

ডুমুরিয়া, চুকনগর থেকে সরদার বাদশা ।

 

 

ডুমুরিয়ায় ইটবাহী ট্রাক থেকে পড়ে টিটু তরফদার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২ আগস্ট) সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্ণিয়া তেল পাম্পের সন্নিকটে কারিতাস অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত টিটু তরফদার যশোর জেলার কেশবপুর উপজেলার সন্যাসগাছা গ্রামে ইমদাদ তরফদারের ছেলে।

 

এলেকাবাসী ও ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন সুত্রে জানাযায়, উপজেলার আটলিয়া ইউনিয়নের বয়ারসিং এলাকার এমএসবি ইটভাটা মালিক পুস্পক কুমার সরদারের ইট ভাটায় ব্যবহৃত একটি ট্রাকে (খুলনা ট- ১১-০০০১) ইট বোঝায় করে চালকসহ কয়েকজন শ্রমিক খুলনা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে কারিতাস অফিসের সামনে গেলে শ্রমিক টিটু তরফদার ট্রাক থেকে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাদুর রহমান জানান, তার মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *