নিজস্ব প্রতিবেদকঃ

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।
ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের মাদারতলা বাজারেআজ রাত আনুমানিক ৯ঘটিকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।স্হানীয় সুএে জানা যায় প্রতিদিনের ন্যায় অসুধের ডিসপেনসারির মালিক কৃষ্ণ পদ মল্লিক দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়।বাড়ি যাওয়ার আধাঘন্টা পরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুএপাত ঘটে বলে এলাকাবাসী জানিয়েছে। ফায়ার সার্ভিসের গাড়ি আসার পূর্বে এলাকার তরুন যুবকদের প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়।ডিসপেনসারির মালিক কৃষ্ণপদ মল্লিক জানায় যে তার দোকানে প্রায় ৪লাখ টাকার বেশি মালামাল ছিলো। এই অসুধের দোকানে তার জীবীকা নির্বাহ করতে হয়।দোকান পুড়ে যাওয়ায় সে দিশেহারা হয়ে পড়েছে ।
Leave a Reply