নিজস্ব প্রতিবেদকঃ

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক।
খুলনা ডুমুরিয়ায় বোনের উপর অভিমান করে মাহাবুবা আক্তার মাহি (৯) নামের তৃতীয় শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। গত বুধবার রাতে উপজেলার শোভনা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শোভনা পশ্চিমপাড়া এলাকার আব্দুল কাদের তরফদারের মাদ্রাসা পড়ুয়া কন্যা মাহির ঘটনার দিন সন্ধ্যায় তুচ্ছ ঘটনা নিয়ে তার ছোট বোনের সাথে ঝগড়া হয়। তারই জের ধরে ওই রাতেই বাড়ির সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply