নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিনিধি ,সরদার বাদশা।
খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে শরাফপুর এলাকা থেকে ২০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমান সরদার (২৮)কে গ্রেপ্তার করেছে সে মোঃ আবুল হোসেন সরদার ছেলে।
ডুমুরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায় গতকাল সোমবার(৯আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানা পুলিশ শরাফপুর গ্রাম এলাকা থেকে রোববার দিবাগত রাতে মাদক ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমান সরদার (২৮)কে মাদক সেবন রত অবস্থায় তার কাছ থেকে ২০ গ্রাম মাদক দ্রব্য হিসেবে গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply