[english_date]।[bangla_date]।[bangla_day]

টেকনাফ সাবরাং কচুবনিয়ায় সাদ্দাম নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত।

নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিবেদক ।

 

পূর্ব শত্রুতার জের ধরে টেকনাফ সাবরাং এর কচুবনিয়ার অবৈধ মাদক ব্যাবসায়ি,মানব পাচার কারীর দালাল বহু মামলার আসামী ক্রসফায়ার তালিকার পলাতক আসামী গুরা মিয়ার গুলিতে একই এলাকার সাদ্দাম নামের এক ব্যাক্তি আহত হয়।

চিকিৎসার জন্য তাকে টেকনাফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করেন।

গুরা মিয়া কচুবনিয়া এলাকার জন্য একধরনের ক্যান্সার।তার অবৈধ ব্যবসা বাণিজ্যের প্রতিবাদ করলে প্রতিবাদকারীর জীবন দুর্বিষহ হয়ে পড়ে।ঠিক তেমনি সাদ্দাম নামের ব্যক্তির জীবনটা ও এমন হল।তার একাধিক মামলা থাকা স্বত্বেও তিনি এলাকায় ত্রাস করে।তার মামলার জি আর নাম্বার কয়েকটি তুলে ধরা হলোঃ৬৭৯,২০১৬,১৩৯,২০১৯ ইত্যাদি মামলা রয়েছে।

তাকে আইনের আওতায় এনে উপযোক্ত শাস্তির দাবি করেন আহত ব্যাক্তির পরিবার।

নাম বলতে অনিচ্ছুক, ঘটনাস্থলের লোকজন থেকে জানতে পারি গুরা মিয়ার গ্যাং যদি আইনের আওতায় না আসে তাহলে দেশ ও সমাজের বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে আরও। তাই তার শাস্তির জের দাবি জানাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *