নিজস্ব প্রতিবেদকঃ

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
“ শিক্ষকেই শুরু শিক্ষার রুপান্তর”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে বুধবার সকাল ১১ টায় ঝিনাইদহ স্কাউটস্ ভবন হতে একটি মনোজ্ঞ র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কাউটস্ ভবনে গিয়ে শেষ হয়। স্কাউটস্ ভবন মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতির ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মহি উদ্দীন, সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, ঝিনাইদহ জেলা শাখা ও সহ-সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তোয়ব হোসেন মোল্যা, প্রধান শিক্ষক ,নগর বাথান মাধ্যমিক বিদ্যালয়,প্রবীণ শিক্ষক নেতা অ্যাডঃ আব্দুল গণি শেখ, মোঃ আব্দুল আলিম, প্রধান শিক্ষক, শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয়,মোঃ শরিফুল ইসলাম,প্রধান শিক্ষক,রজব আলী মাধ্যমিক বিদ্যালয়,শিক্ষক নেতা মোঃ শফিকুর রহমান,মোঃ মিজানুর রহমানসহ ৬টি উপজেলার শিক্ষক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তরা বলেন, আজ বিশ্ব শিক্ষক দিবস। পৃথিবীর ১০০ টি দেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হলেও বাংলাদেশে আনুষ্ঠাকিভাবে এ দিনটি উদযাপিত হয় না। এ দিনটিকে সরকারী ছুটি দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২৫% ঈদ বোনাস দীর্ঘ ১৬ বছরেও পরিবর্তন হয়নি। ১ হাজার টাকা বাড়ী ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা নিয়ে শিক্ষক-কর্মচারীরা চরম অর্থ সংকটে। তাই বিশ্ব শিক্ষক দিবসে আশা প্রকাশ করছি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে ৫% ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা দিয়েছেন ঠিক একইভাবে দেশে মান সন্মত শিক্ষার স্বার্থে বিছিন্নভাবে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ না করে একযোগে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষণা করে জাতির পিতার স্বপ্নকে বাস্তবে রূপ দিবে। এটা শিক্ষক সমাজ প্রত্যাশা করে।
Leave a Reply