[english_date]।[bangla_date]।[bangla_day]

ঝিনাইদহের কোটচাঁদপুর স্ত্রীর ওপর অভিমান করে বিষপানের অভিযোগ, স্বামীর মৃত্যু।

নিজস্ব প্রতিবেদকঃ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিষপান করার ২০ ঘণ্টা পর সাগর হোসেন (২৮) নামের এক যুবক মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। স্ত্রীর ওপর অভিমান করে তিনি বিষপান করেন বলে জানান স্বজনেরা। পুলিশ আজ শনিবার সকালে সাগরের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) শারমিন আক্তার। তিনি বলেন, ‘এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

কোটচাঁদপুরের বলাবাড়িয়া গ্রামের পশ্চিম পাড়ার নুর ইসলামের ছেলে সাগর।

সাগরের চাচাতো ভাই সবুজ কাহার ও প্রতিবেশী শাহিন হোসেন বলেন, তিন বছর আগে মহেশপুরের মালাধারপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে কাজলীর সঙ্গে সাগরের বিয়ে হয়। সাগরের পরিবার গরিব হওয়ায় বিয়ের প্রথম দিক থেকেই মেয়ে দিতে অস্বীকৃতি জানায় কনেপক্ষ। এ নিয়ে মামলা হলে তা মীমাংসা করে স্ত্রীকে নিয়ে আসেন সাগর। তাঁদের দুই বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। গত রমজান মাসের আগে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। সাগর একদিন পরপর স্ত্রীকে আনতে যেতেন শ্বশুর বাড়ি। সর্বশেষ গত বৃহস্পতিবার স্ত্রী কাজলীকে আনতে যান সাগর। ওই দিন তাঁর স্ত্রী না আসায় পরের দিন সকালে তিনি বিষপান করেন।

স্বজনেরা সাগরকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাঁর অবস্থা দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। এরপর ২০ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়ে ওই হাসপাতালে রাত ৩টার দিকে তিনি মারা যান বলে সবুজ ও শাহিন জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *