[english_date]।[bangla_date]।[bangla_day]

ঝিকরগাছায় শিক্ষার্থীদের হাত দিয়ে শীতবস্ত্র বিতরণ।

নিজস্ব প্রতিবেদকঃ

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে যশোরের ঝিকরগাছা পৌরসদরের রেলওয়ে স্টেশন সংলগ্ন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্ণিং হোম’র শিক্ষার্থীদের হাত দিয়ে গরীব, অসহায় ও দুস্থ্য পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে নতুন বছরের দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের হাত দিয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস স্কুলের অধ্যক্ষ মাসুমা মিম। এসময় তিনি বলেন, সবাই গরীব, অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। আমরা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করছি একটু ব্যতিক্রম ভাবে। আমার শিক্ষার্থীরা দানবীর হওয়ার জন্য এটা তাদের প্রথম ধাপ বলে আমি মনেকরি। শিক্ষার্থীরা এটা দেখে শিক্ষাগ্রহণ করে এবং গরীব, অসহায় ও দুস্থ্য পরিবারের সদস্যদের মাঝে দাঁড়াবে।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, রওশনারা শিখা, শারমিন আফরোজ ইভা, সাবিনা হিরা, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সবুজ আক্তার, রঞ্জিত কুমার, রুমানা শারমিন, পারভিন আকতার, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *