[english_date]।[bangla_date]।[bangla_day]

চুকনগর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়।

নিজস্ব প্রতিবেদকঃ

ডুমুরিয়া( চুকনগর) প্রতিনিধি সরদার বাদশা ।

 

খুলনা ডুমুরিয়ায় লকডাউন বাস্তবায়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং মাস্ক না পরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রবিবার

আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। এ সময় বাণিজ্যিক নগরী চুকনগরসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাস্ক পরিধান না করা ও লকডাউন অমান্য করাসহ বিভিন্ন অপরাধে

বিকেলে ডুমুরিয়া সদর, চুকনগর বাজার, কাঁঠালতলা বাজার ও খর্ণিয়া বাজারে নির্দিষ্ট সময় উপেক্ষা করে দোকানপাট খোলা রাখা, জনসমাগম ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অপরাধের ৯টি মামলায় মোট ৭ হাজার ৮শ’ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়। আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতায় ডুমুরিয়া থানার এস আই বিশ্বজিৎ কুমারসহ পুলিশের একটি দল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *