[english_date]।[bangla_date]।[bangla_day]

খড়মপুর ওরশে যাওয়ার পথে হাওড়ে নৌকাডুবি: ২ বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরের নৌকা ডুবে ২ নারীর মৃত্যু হয়েছে। আরো আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। ১৪ আগষ্ট বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের ধনকুড়া হাওড়ে এ ঘটনা ঘটে।

নিহত সায়েরা খাতুনের ছেলে আক্কাছ মিয়া জানান, ওই দিন চিতনা গ্রাম থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে ৩০ জন আরোহী নিয়ে আখাউড়া খড়মপুর মাজারের ওরশে যাচ্ছিলেন। যাবার সময় মাধবপুর উপজেলার ধনকুড়া হাওড়ে পৌঁছালে যাত্রীদের চাপে নৌকার মাচাং ভেঙ্গে নৌকাটির কিছু জায়গা ভেঙে যায়। এ সময় নৌকায় থাকা যাত্রীরা দ্রুত নামতে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চিতনা গ্রামের ফজল হকের স্ত্রী সায়েরা খাতুন (৬০) ও একই গ্রামের মৃত মনসুর আলীর স্ত্রী সৈয়দ বানু (৬২)।

এ সময় নৌকার যাত্রীদের চিৎকার শুনে ধনকুড়া গ্রামের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সায়েরা ও সৈয়দ বানুকে মৃত ঘোষণা করেন।আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *