নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
কয়রায় সুন্দরবনের পরিবেশ রক্ষা ও দূষণ হ্রাসে করণীয় নির্ধারণে শিখণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
২১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সহযোগীতায় ও ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার আয়োজনে জেলে- বাওয়ালী, মৌয়াল, ব্যবসায়ী, পরিবেশ কর্মীদের নিয়ে এ অভিজ্ঞতা বিনিময় সভা অনু্ষ্ঠিত হয়। কয়রা কপোতাক্ষ কলেজের অবসারপ্রাপ্ত অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেকের সভাপতিত্বে ও ইয়ুথ ফর সুন্দরবন কয়রার সদস্য রাসেল আহমেদের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির মাওঃ মিজানুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। এতে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, বিশিষ্ট সমাজ সেবক জি এম আনোয়ার হোসেন, সাংবাদিক কামাল হোসেন, রুপান্তরের প্রজেক্ট অফিসার অনুপ রায়, পরিত্রানের প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দীন, ইসলামী রিলিফের সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ তৈয়েবুর রহমান, ইয়ুথ ফর সুন্দরবন কয়রার সদস্য নিরপদ মুন্ডা, সঞ্জয় কুমার বাইন,, আমিরুল ইসলাম, খাদিজা সুলতানা সাথী, মনিরুল ইসলাম প্রমুখ।
অনুষঠানে সুন্দরবনে প্লাস্টিক ও পলিথিন দূষণের ভয়াবহতা বনের জীববৈচিত্র্যে এর প্রভাব পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। সভায় অংশগ্রহণ করেন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জেলে, বাওয়ালী, বনপ্রহরী, পরিবেশকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ২১/০৮/২৫ ইং।
Leave a Reply