[english_date]।[bangla_date]।[bangla_day]

কোটি টাকা বরাদ্দ ঝিনাইদহ পৌর মডেল কলেজকে, শিক্ষানুরাগী মহুল।

নিজস্ব প্রতিবেদকঃ

সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজে মরহুম হাসান শাহরিয়ার জাহেদী রাহুলের নামে একটি একাডেমিক ভবন নির্মাণ করার জন্য ৫ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব নাসের শাহরিয়ার জাহেদী মহুল।

আজ ৫ নভেম্বর শনিবার বিকালে ঝিনাইদহ পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত নবীন বরণ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এই ঘোষণা প্রদান করেন।

তিনি বলেন, এই অনুদান একটি শর্তে তা হলো শুধু শিক্ষিত হওয়া নয়; একজন ভালো মানুষ হতে হবে। সমাজে ভালো মানুষের বড় অভাব।
তিনি আরো বলেন, আমি এই প্রতিষ্ঠানটির পাশে আছি থাকবো।

ইতোপূর্বে তিনি জানিয়েছিলেন, তিনি ঝিনাইদহে তিনটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন। একটি বালক বিদ্যালয়, যা পরবর্তীকালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হবে। দ্বিতীয়টি হবে বালিকা বিদ্যালয় ও তৃতীয়টি হবে ইংলিশ মিডিয়াম স্কুল। জমি কেনা হয়ে গেছে। অনতিবিলম্বে কাজ শুরু করা হবে।

এছাড়াও মুসা মিয়া বুদ্ধি বিকাশ কেন্দ্র নামে একটি স্কুল দীর্ঘদিন যাবত জাহেদী ফাউন্ডেশনের খরচে পরিচালিত হয়ে আসছে।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাব মনিরুজ্জামান, আলোচনা করেন সাবেক পৌর মেয়র জনাব সাইদুল করিম মিন্টু, সাবেক অধ্যক্ষ জনাব শহীদুল ইসলাম, নবনির্বাচিত পৌর মেয়র জনাব কাইয়্যুম শাহরিয়ার জাহেদী হিজল, প্যানেল মেয়র জনাব মধু।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *