নিজস্ব প্রতিবেদকঃ

আজিজুর রহমান,যশোর জেলা প্রতিনিধি:
কেশবপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে ১৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে থানা পুলিশের আয়োজনে পৌর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো: মফিজুর রহমানের সভাপতিত্বে ও
যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম।
কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমীর হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শ্যামল সরকার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রমুখ।
Leave a Reply