নিজস্ব প্রতিবেদকঃ

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
কুলাউড়ার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ও এসআই পরিমল চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে গাজীপুর কাপাসিয়া থানা এলাকা হইতে পলাতক আসামী মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার মনছড়া বস্তির আব্দুল মালিকের পুত্র ছিদ্দেক মিয়াকে গ্রেফতার করেন।
বুধবার (১৮ আগষ্ট) ছিদ্দেক মিয়াকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, এ বছরের ২১ জুলাই বিকাল অনুমান ০৪.০০ ঘটিকায় কুলাউড়া থানাধীন ১৩নং কর্মধা ইউপির অন্তর্গত মনছড়া বস্তি সাকিনের বাদী মতিন মিয়ার সমতল খাস জমিতে প্রতিপক্ষ আনফর আলী ও তার পক্ষের লোকজন বাদীর ছেলে ভিকটিম সুমন মিয়াকে চাকু দিয়া আঘাত করে হত্যা করে। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply