নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
কয়রায় প্রকল্প সমাপ্তি কার্যক্রম ও টেকসই করণে পরামর্শ কর্মশালা ২৭ আগস্ট বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ডরপ ইভলভ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপিয়ন ইউনিয়ন ও হেলভেটাস বাংলাদেশ অর্থায়নে ডরপ ইভলভ প্রকল্প ২০২২ সালে এপ্রিল থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৩ বছর অধিকসময় উপজেলার আমাদী, বাগালী, মহারাজপুর, ও কয়রা সদর এই ৪টা ইউনিয়নে উন্নয়ন মূলক কাজ করে আসছে।
উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে সিবিও, সিএসও এবং সিএসও নেটওয়ার্ক গঠন করা হয়। এ কমিটি প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড সভা, উন্মূক্ত বাজেট সভা, ইউনিয়নের চাহিদা ও খাতভিক্তিক বাজেট বিভাজন, জেন্ডারবান্ধব ও জলবায়ু সংবেদশীল খাতে বাজেট প্রণয়ন ও অর্থ বরাদ্দ বৃদ্ধি, বরাদ্ধকৃত বাজেটের যথাযথ বাস্তবায়ন এবং তথ্য অধিকার আইন ২০০৯ ও নেতৃত্বে গুনাবলীর সহ দক্ষ নেতৃত্ব তৈরীতে ভূমীকা রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বর ও ডরপ ইভলভ প্রকল্পের উপজেলা ফিল্ড ফ্যাসালিটেটর মোঃ হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, উপজেলা সিএসও নেটওয়ার্কের সভাপতি আ,ব,ম আব্দুল মালেক, কয়রা সদর ইউপি(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, সাংবাদিক ফরহাদ হোসেন, ইউপি সদস্য স্বপন কুমার সরকার, আবুল কালাম আজাদ, শেখ সোহরাব হোসেন, সিএসও সদস্য মনিরুজ্জামান, জিয়াউর রহমান, আশিকুজ্জামান, শাহ-আলম সাবানা আক্তার, স্বপ্না মন্ডল, প্রমুখ।
এছাড়াও কর্মশালায় সরকারী কর্মকর্তা,জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ও শুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
কয়রা, খুলনা প্রতিনিধি ঃ
তারিখঃ ২৭/০৮/২৫ ইং।
Leave a Reply