নিজস্ব প্রতিবেদকঃ

মোঃহাচিবুর রহমান নড়াইল প্রতিনিধিঃ
শোয়াইব ওয়াসিম সৈকত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।শোয়াইব ওয়াসিম সৈকত মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ওসি (তদন্ত) শেখ মোঃ আবু হানিফের ছোট ছেলে। ও সাংবাদিক মোঃ হাচিবুর রহমানের ভাতিজা।ঢাকা আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ঢাকা বোর্ড এর অধীনে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। শোয়াইব ওয়াসিম সৈকত জেএসসি পরীক্ষায় ও জিপিএ -৫ পেয়েছিলো। তার মা সালমা আক্তার যুথি একজন গৃহিনী এবং দাদা মরহুম ছায়েম উদ্দিন শেখ। নড়াইল জেলার কালিয়া উপজেলার পহরডাঙ্গা তার গ্রামের বাড়ী। শোয়াইব ওয়াসিম সৈকত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। । শোয়াইব ওয়াসিম সৈকত সবার কাছে দোয়া প্রার্থী।শোয়াইব ওয়াসিম সৈকত ভালো রেজাল্ট করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে তার দাদু, পিতা,মাতা ভাই, ছোট চাচা, ফুফু,সহপাঠী সহ এলাকাবাসী।
Leave a Reply