নিজস্ব প্রতিবেদকঃ

আব্দুল করিম,বিয়ানীবাজার প্রতিনিধি :
আসন্ন ৫নং কুড়ারবাজার ইউনিয়ন পরিষদ নৌকা মনোনিত প্রার্থী জনাব বাহার উদ্দিন।আসন্ন ৫নং কুড়ারবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জনাব বাহার উদ্দীন পেলেন নৌকা প্রতিক। ৫নং কুড়ারবাজার ইউনিয়নের হাজারো জনতার নয়ন মনি, কুড়ারবাজার বাসির একমাত্র পরি পূরক, বর্তমান সময়ের ইউনিয়ন বাসীর প্রাণ প্রিয় নেতা, জনগনের একমাত্র আস্থার প্রতিক, সৎ ও নির্ভীক মনোভাব সম্পন্ন ব্যাক্তিত্ব, সাধারন মানুষের আর্দশের একমাত্র অবলম্বন ৫নং কুড়ারবাজার ইউনিয়ন নৌকা প্রতিক পূনরায় পাবার পর কুড়ারবাজার ইউনিয়নে যেন আনন্দের জোয়ার বইছে। হাজারো জনতা ভিড়েছে জননেতাকে স্বাগতম জানানোর জন্য। আয়োজিত শুভেচ্ছা অনুষ্ঠানে ৫নং কুড়ারবাজার ইউনিয়নের হাজারো দলীয় ও নির্দলীয় নেতা কর্মীরা ফুল দিয়ে তাকে সাদরে শুভেচ্ছা জানান। এবং আল্লাহর কাছে মোনাজাত করেন তার বিজয়ের জন্য।
তিনি তার আহবান মূলক বক্তব্যে বলেন, ৫নং কুড়ারবাজার ইউনিয়ন বাসী তাকে পূনরায় সুযোগ দিলে ইউনিয়নের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করবেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ৫নং কুড়ারবাজার ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ ও সাধারন মানুষ।
Leave a Reply