[english_date]।[bangla_date]।[bangla_day]

আগের বিধিবদ্ধ নিয়ম চালু রেখে, বিয়ে ভাতে, ৫০,থেকে, বাড়িয়ে, ২০০,তে, সমাপ্তি করল নবান্ন।।

নিজস্ব প্রতিবেদকঃ

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

সারা ভারতের কোভিড করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত মানুষের ঢেউ যখন উত্তর উত্তর বেড়ে চলেছিল, তখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে নবান্ন থেকে মুখ্যসচিব শ্রী হরেকৃষ্ণ ত্রিবেদী আই এ এস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে আগামী, ২,ই, জানুয়ারি মাস থেকে, আগামী, ১৫,ই, জানুয়ারি মাস পর্যন্ত পশ্চিম বাংলার সব ইস্কুল ও কলেজ বন্ধ থাকবে। সেই সঙ্গে, ৫০,ভাগ, কর্মচারী নিয়ে কাজ করবে সরকারি ও আধাসরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান। এবং শপিং মল ও বাজার হাট খুলে রাখতে হবে, ৫০,ভাগ, কর্মচারী নিয়ে রাত, ১০,টা, পযন্ত। সেলুন ও বিউটি পার্লার এবং রেস্টুরেন্ট খুলে রাখতে পারেন রাত দশটা পযন্ত। সেই সঙ্গে বিয়ে বাড়িতে, ৫০,জন, এর বেশি অতিথি হিসেবে কেউ আসতে পারবেন না। রাত দশটা থেকে সকাল, ৫,টা, পযন্ত নাইট কারফিউ জারি থাকবে কোভিড করোনা ভাইরাসের সংক্রমণের জন্য। এবং ভারতের লোকাল রেলওয়ে চলবে সকাল, ৫,টা, থেকে, রাত দশটা পযন্ত। আজ পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আগামী, ৩১,শে, জানুয়ারি পর্যন্ত আগের বিধিনিষেধ আরোপ থাকবে। এবং শুধুমাত্র বিয়ে বাড়িতে অথিতিরা আসতে পারবে, ২০০,জন। কোভিড করোনা বিধিনিষেধ মেনে খোলা যায়গায় মেলা ও অনুষ্ঠান পালন করতে পারে পুলিশ ও প্রশাসনিক অনুমতি নিয়ে। এবং আগে যা যা নিয়ম ছিল তা বলবৎ থাকবে সারা পশ্চিম বাংলায়। সাথে সাথে আগামী, ৩১,শে, জানুয়ারি র পর ফের জানানো হবে সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *