সোনাই ডেস্ক: ফাগুনের প্রথম সপ্তাহে হবিগঞ্জের ওপর দিয়ে বয়ে গেছে ঝড়ো হাওয়া। সেই সঙ্গে ছিল ব্যাপক শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি যেন তান্ডব চালিয়েছে ফসলি ক্ষেতে।
রোববার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় থেমে থেমে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় বৃষ্টি হয়েছে।বানিয়াচঙ্গের বিভিন্ন গ্রামে ঝড়সহ শিলাবৃষ্টি হয়েছে।
ভোর সাড়ে ৫টার দিকে এ শিলাবৃষ্টি হয়। প্রায় ১০ মিনিট স্থায়ী এ শিলাবৃষ্টিতে ঘরবাড়ির টিনের চালাসহ ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।
শিলাবৃষ্টিতে ঘরের চালা ফুটো হয়ে গেছে, ক’দিন আগে ধানের চারা রোপণ তাও নষ্ট হয়ে গেছে। আলু, পেয়াজ, রসুন, গম, পেয়াজ বীজ, আর ভুট্টার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। কারো কারো ফসল ঘরে তোলাই যাবে না।
এতো শিলা পড়েছে যে গাছের পাতা পর্যন্ত ঝড়ে গেছে, মাটিতে শিলার স্তুপ পড়ে আছে।জেলা সদর, চুনারুঘাট উপজেলায়ও প্রচুর বৃষ্টি হয়েছে। ক্ষতি হয়েছে ইটভাটায়। কাচা ইট ঠিকমত পলিথিন দিয়ে না ঢাকার কারণে অনেক ইট নষ্ট হয়ে গেছে।
Leave a Reply