রাঙামাটি প্রতিনিধি।
রাঙামাটির দশ উপজেলার মধ্যে রাঙামাটির সদর, বিলাইছড়ি ও বরকল এই তিন উপজেলায় টিকার স্টক না থাকায় টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, বর্তমানে এই তিন উপজেলায় টিকার ষ্টক না থাকায় করোনার টিকাদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তিনি আরও জানান, তবে আগামী ৭ জুলাই থেকে আবারো টিকাদান কার্যক্রম শুরু হবে।
এদিকে এ জেলায় লকডাউনেও আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। রাঙামাটি জেলায় মঙ্গলবার পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭, ২৮০জনের মোট সনাক্ত হয়েছে ৩, ০৫১জন, মোট সুস্থ হয়েছে ২,২১৪জন এবং মোট মৃত্যু হয়েছে ২৭জনের। রাঙামাটির দশ উপজেলার মধ্যে কাপ্তাই উপজেলায় বেশি করোনা রোগী সনাক্ত হয়েছে।
Leave a Reply