ইউসুফ মুন্সী, ফেনী প্রতিনিধিঃ
সোনাগাজীর ২নং বগাদানা ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি প্রধান সমন্বয়ক মো: ইব্রাহিম রুবেল এর নেতৃত্বে, বর্তমান ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহযোগী সমন্বয়ক তাহছিন আহম্মদ রবিনসহ সোনাগাজীর প্রত্যন্ত অঞ্চলে দিনরাত ছুটে চলছে “ফ্রী বঙ্গবন্ধু অক্সিজেন সেবা” নিয়ে। গত ২৫শে জুলাই-২১ সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন এর উদ্বোধনের মধ্য দিয়ে বগাদানা ইউনিয়ন ফ্রী বঙ্গবন্ধু অক্সিজেন সেবা পথ চলা শুরু।
ফ্রী বঙ্গবন্ধু অক্সিজেন সেবার প্রধান সমন্বয়ক মো: ইব্রাহিম রুবেল জানান, মহামারী করোনার প্রদুর্ভাবের কারণে গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের অর্থনীতির চাকা অনেকটা বন্ধ হয়ে গিয়েছে। মহামারীর প্রথম দিক থেকে আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাদ্য সহায়তা প্রদান করেছি। এখন চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, এ পর্যন্ত প্রায় ১৫জনকে অক্সিজেন সেবা প্রদান করেছি। সমাজের বিত্তবানরা যদি এই সেবায় এগিয়ে আসে সাধারণ মানুষ আরও উপকৃত হবে।
সহযোগী সমন্বয়ক তাহছিন আহম্মদ রবিন জানান, আমরা ফ্রি বঙ্গবন্ধু অক্সিজেন সেবা ২নং বগাদানা ইউনিয়ন থেকে শুরু করলেও বর্তমানে ছড়িয়ে পড়েছে পুরো সোনাগাজী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। ইতিমধ্যে বগাদানা ইউনিয়ন ব্যতীত আশপাশের আরো কয়েকটি ইউনিয়নে আমরা সেবা দিয়ে যাচ্ছি। করোনার এই মহামারী সংকট যতদিন থাকবে চিকিৎসা খাতে আমরা ততদিন এই অক্সিজেন সেবা নিশ্চিত করে যাব।
প্রয়োজনে যোগাযোগ করুন মোঃ ইব্রাহিম রুবেল 01852105143 তাহছিন আহম্মেদ রবিন 01850848762
Leave a Reply