এম আব্দুল্লাহ আল মাহবুব সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃ।
সিরাজগঞ্জের তাড়াশে তিন কেজি গাঁজা সহ সাগর নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।সোমবার (৯ আগষ্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তালম ইউনিয়নের খোশালপুর গ্রামে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তিন কেজি গাঁজা সহ ঐ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক ঐ গ্রামের বাসিন্দা তাজমুল হোসেনের ছেলে। পরে মঙ্গলবার সকালে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ঐ যুবককে জেল হাজতে পাটানো হয়েছে। মামলাতে সাগর আলীর পিতা তাজমুল হোসেনকে আসামী করা হয়েছে।
এ ব্যাপারে ওসি ফজলে আশিক বলেন, সরকার সারাদেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা সে ঘোষণা বাস্তবায়ন করতে এবং তাড়াশ উপজেলাকে মাদক মুক্ত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এ বিষয়ে আমাদের চৌকস টিম ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply