সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বর্তমানে গরুতর মুমূর্ষু অবস্থায় রয়েছেন। গত ১লা জুন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। এর মধ্যে কিছুটা সুস্থ্য হলেও আবারো স্বাস্থ্যের অবনতি ঘটেছে তার। আজ তার মেডিক্যাল বোর্ড তার নিবিড় পর্যবেক্ষণের সময় ৭২ ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে নাসিমের পুত্র তানভীর শাকিল জয় ও চিকিৎসক রাজিউল হকের কাছে খোঁজখবর নিয়েছেন। মোহাম্মদ নাসিমের দলীয় কার্যালয়ে তার জন্য বিশেষ মোনাজাতও করা হয়েছে। সেখানে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে, মোহাম্মদ নাসিমের চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়াকে প্রধান করে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
Leave a Reply