মোঃ রমজান হোসেন হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি।
ময়মনসিংহের হালুয়াঘাটে স্বাধীনতার মহান স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে জীবন ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠান ও দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। রবিবার (৮ আগষ্ট ২০২১) সকালে উপজেলা
প্রসাশন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটরিয়াম হল রুমে
বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিনের কেক কেটে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল কবির তরফদার, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি কবিরুল ইসলাম বেগ, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,
যুগ্ম-সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, অফিসার ইনচার্জ মোঃ শাহিনুজ্জামান খানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
Leave a Reply