নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
পঙ্গুত্ব বরণকারী বাসেরা বিবি হুইল চেয়ার পেয়ে খুশিতে অশ্রুসিক্ত নয়নে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সব সময় শুয়ে থাকতে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হত। এখন বাড়ির বাহিরে আলো বাতাসে ঘোরাফেরা করতে পারবো।
বগুড়ার শাজাহানপুর উপজেলা মাঝিড়া ইউনিয়নের খালিশাকান্দি গ্রামের মৃত্যু শুকুর মন্ডলের মেয়ে বাসেরা বিবি (৬৫) প্রায় ৮ বছর ধরে প্যারালাইসিসে আক্রন্ত হয়ে পঙ্গুত্ববরণ করে মানবেতর জীবনযাপন করছেন।
এমন খবরের পর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দৃষ্টিগোচর হলে আজ বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বর বাসেরা বিবিকে একটি হুইল চেয়ার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশন ভূমি আশিক খান, উপজেলা প্রেগ্রামার মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজু আহমেদ, ছাত্রলীগ নেতা বাহরাম বাদশা প্রমুখ।
Leave a Reply