রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শােক দিবস উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষ থেকে সারা বাংলাদেশে অসহায় গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে । এরই অংশ হিসেবে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে সাতক্ষীরা জেলার শ্যামনগর , কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার ২০০ জন অসহায় গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী ।
সামাজিক দূরত্ব বজায়রেখে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল-৫কেজি, ডাল-১ কেজি, তৈল- ১ কেজি, লবন-৫০০গ্রাম, আটা- ১ কেজি ও সাবান-১টি।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিটে কর্মরত সকল অফিসার , জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্যগণ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে কর্মসূচী সমাপ্ত হয়।
জানা যায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি ১৫ আগষ্ট সকাল ১১টায় ব্যাটালিয়ন সদর সহ একযোগ অধীনস্থ ৫টি কোম্পানির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
ছবি- সাতক্ষীরায় ১৭ বিজিবির পক্ষ থেকে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন প্রধান অতিথি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী ।
রনজিৎ বর্মন
Leave a Reply