রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী পৌরসভার রাজস্ব তহবিল থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে পৌরসভার কার্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অনার্স পড়ুয়া পৌর এলাকার ২১ জন শিক্ষার্থীর মাঝে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়ার সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব শরাফত আলী, ১ নং প্যানেল মেয়র আশরাফুল আলম বুদু, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীবৃন্দ।
Leave a Reply