নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি।
বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন রোববার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি টি. জামান নিকেতা। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল খালেক মাস্টার। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গাজীউল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জালাল উদ্দিন দুদুর সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে অংশ নেন জেলা আওয়ামীলীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, আব্দুল্লাহ্ আল ফারুক, আলমগীর হোসেন স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, সহ-সভাপতি প্রভাষক জহুরুল ইসলাম, নজরুল ইসলাম মাস্টার, জাহিদুল হক আরজু, ফরিদুল ইসলাম মুক্তা, ফিরোজ আলম, নাছির উদ্দিন বাবলু, মিনহাজ উদ্দিন, ফজলুল হক মোল্লা, মাহফুজার রহমান বাবলু, জহুরুল ইসলাম খোকন, মোস্তফা কামাল মনা, সৈয়দ মনির হোসেন ময়না, বজলার রহমান বজু, শামছুল আলম ফকির, নেছার উদ্দিন, ইমরান হোসেন, বাদশা আলমগীর, আরিফুল আলম শাওন, রাকিবুল ইসলাম রঞ্জু প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে খোট্টাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে গাজীউল হক গাজী এবং সাধারণ সম্পাদক পদে জালাল উদ্দিন দুদুকে পুন:রায় নির্বাচিত ঘোষণা করা হয়।
Leave a Reply