নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
‘শেখ হাসিনার বার্তা নারী-পুরুষ সমতা’ এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির (ভিজিডি) ২১/২২ চক্রের চুক্তিবদ্ধ এনজিও গ্রামীণ উন্নয়ন কর্ম (গাক) অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ২টায় উপজেলা পরিষদের সেমিনার রুমে এ অবহিতকরণ সভা হয়।
এই অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি আলহাজ্ব এম সুলতান আহমদ,মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা,গাক সিনিয়র পরিচালক ড. মাহবুব আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবুল কালাম শামসুদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ আয়েশা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, গাকের কমিউনিকেশন সমন্বয়কারী জিয়া উদ্দিন, গাকের পরামর্শক মোবারক হোসেন সহ উপজেলা সকল ইউনিয়ন সচিব উপস্থিত ছিলেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্যালয়ের সহযোগিতায় (ভিজিডি) চুক্তিবদ্ধ এনজিও গ্রামীণ উন্নয়ন কর্ম (গাক) কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply