মোঃ মাসুদ রানা রাশেদ:
সোমবার (৯ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ঢঢগাছ মুজিব পল্লীতে মুজিব পল্লীবাসীর আয়োজনে লালমনিরহাট সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব উত্তম কুমার রায় মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির। সম্মানিত অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অঃ দাঃ) প্রশান্ত কুমার রায়, লালমনিরহাট সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুবেল রানা, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম। বক্তব্য রাখেন মুজিব পল্লীবাসীর পক্ষে আকবার হোসেন, জয়ন্তী রাণী রায়, নুরুজ্জামান প্রমুখ। এ সময় বিশিষ্ট পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক রশিদুল হক, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন রায়সহ মুজিব পল্লীবাসী উপস্থিত ছিলেন। সঞ্চালক জাকির হোসেন।
Leave a Reply