রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছায় একটি পরিবারের ঘরের দরজায় গরুর মল স্তুপ করে এলাকার পরিবেশ ভারী করে তুলছে খলিলুর রহমান নামে এক ব্যক্তি। ফলে বর্ষা মৌসুমে দুর্গন্ধে বাড়িতে থাকা কষ্টকর হয়ে পড়েছে ওই পরিবারটির। এমনকি গোটা এলাকায় পরিবেশ দুষণে নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছেন শিশু-কিশোর ও বৃদ্ধরা। অবরুদ্ধ পরিবারটির বাড়ি উপজেলার কৈকুড়ী ইউনিয়নের চৌধুরাণী রেল ষ্টেশন সংলগ্ন সুবিদ গ্রামে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ করা হয়েছে। ঘটনা তদন্ত করে এর সত্যতাও পেয়েছেন ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা।
জানা গেছে, ওই গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে খলিলুর রহমান পারিবারিক ঝগড়া বিবাদের জের ধরে গত ৬ মাস থেকে তার প্রতিবেশী নুর হোসেনের ছেলে মিন্টু মিয়ার বসত ঘরের দরজা সংলগ্ন স্থানে খড়ের পালা ও গরুর মল (গোবর) ফেলে স্তুপ করে রাখছেন। এতে করে মিন্টু মিয়া ও তার পরিবার চরম বেকায়দায় পড়ছেন। বৃষ্টি বা কড়া রোদ হলে দুর্গন্ধ ছড়াছে সেখান থেকে। তার বাড়িতে থাকা কষ্টকর হয়ে পড়েছে।
বাদি মিন্টু মিয়া বলেন, আমি খলিলুর রহমানকে গোবর সরিয়ে নিতে বললে তিনি অকথ্য খাষায় গালিগালাজ করছেন আর আমাকে মারার জন্য তেড়ে আসেন। দুর্গন্ধে বাড়িতে টেকা যাচ্ছে না। বৃদ্ধ ও শিশুরা বার বার বমি করছেন।
এ বিষয়ে খলিলুর রহমান বলেন, আমার জায়গায় আমি ফেলেছি। কার কি সমস্যা দেখার বিষয় নয়। আর জমির সীমানা নিয়েও জটিলতা আছে।
ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ করা হলে তিনি কৈকুড়ী ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা (তহশিলদার) তাজনিমুল রহমানকে তদন্তের নির্দেশ দেন তিনি। গতকাল মঙ্গলবার ওই কর্মকর্তা ঘটনাস্থলে তদন্ত করে এর সত্যতা পান এবং খলিলুর রহমানকে গরুর মল সরিয়ে নিতে বললে তিনি শোনেননি। উল্টো কি করার আছে, করেন বলেন হুমকি দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন বলেন, ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা (তহশিলদার)কে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। তিনি প্রতিবেদন দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply